তক্ষক সহ ৩ জনকে গ্রেপ্তার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে ওদলাবাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম থাতুন জুম্বা অরুনাচল প্রদেশ ও নার বাহাদুরু লামা, নাদুরাম পেগাগ আসামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে গোল্ডেন তক্ষক সহ একটি চাকার গাড়িও বাজেয়াপ্ত করেছে বেলাকোবা রেঞ্জার কর্মীরা।
বনদপ্তর জানিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে একটি গোন্ডেন তক্ষক ওদলাবাড়ি দিয়ে শিলিগুড়ি হয়ে নেপালে পাচার হবে। সেই অনুযায়ী শুক্রবার রাতে ওদলাবাড়িতে জায়গামত অভিযান চালায় বেলাকোবা রেঞ্জের কর্মীরা। সেখানে একটি আসাম নম্বর প্লেটের গাড়ি থেকে আটক করা হয় নাদুরাম পাগাগ, ঠুটান জাম্বা এবং নার বাহাদুর লামা নামের তিনজনকে। এর মধ্যে নাদুরাম পাগাগ ও নার বাহাদুর লামা আসামের বাসিন্দা এবং ঠুটান জাম্বা অরুনাচলের বাসিন্দা। পরবর্তীতে তল্লাশি করে তাদের কাছ থেকে একটি গোন্ডেন তক্ষক উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য পঁচিশ লক্ষ টাকা।
বেলাকোবা বনবিভাগের রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, তক্ষকটি মেঘালয় থেকে শিলিগুড়ি হয়ে নেপালে যাওয়ার কথা ছিল। সূত্র মারফত জানতে পেরে আমরা শুক্রবার রাতে তক্ষকটিকে উদ্ধার করি। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ২দিন আগেই ৪৮ কেজি প্যাঙ্গুলিনের আঁশ উদ্ধার করে ৩জনকে গ্রেপ্তার করেছিল বেলাকোবা বনদপ্তর।