Rajganj: আগুনে ভস্মীভূত বাড়ি

বেলাকোবা: ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। বাড়ি ফাঁকা থাকায় কোনওরকমে রক্ষা পেয়েছে প্রাণ। তবে বাড়ির এমন অবস্থা দেখে কার্যত দিশেহারা অবস্থা পরিবারটির। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ রাজগঞ্জের বেলাকোবা সংলগ্ন বাবুপাড়া মোড় এলাকায় ঘটেছে এই ঘটনা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন সকলে। ফিরে এসে দেখেন ঘরে আগুন লেগেছে। কিছুক্ষণ পর ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুনের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বর্তমানে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।

About The Author