পুকুর থেকে দেহ উদ্ধার, চাঞ্চল্য বেলাকোবায়

রাজগঞ্জ: তিনদিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির অদূরে একটি পুকুর থেকে ব্যক্তির দেহ উদ্ধার হল। রবিবার সাতসকালে মাছের জালে জড়ানো দেহটি উদ্ধার করল পুলিশ। আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বেলাকোবায়। মৃতের নাম ধলু রায়। বছর ৫৫-র ওই ব্যক্তি রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের মুরগিভিটা এলাকার বাসিন্দা ছিলেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনদিন ধরে নিখোঁজ ছিলেন ব্যক্তি। শুক্রবার দুপুরে মাছ ধরতে বেরিয়েছিলেন। তারপর আর ঘরে ফিরে আসেননি। বহু খোঁজাখুঁজির পর কোনও হদিস না পাওয়ায় শনিবার বেলাকোবা আউট পোস্টে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানান। অবশেষে রবিবার সকালে বাড়ির কিছুটা দূরেই পুকুর থেকে মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থলে আসে বেলাকোবা আউটপোস্ট ফাঁড়ির পুলিশ।

About The Author