বাড়ির কাজ করেই ‘ন্যাচারাল বডিবিল্ডার’ বিজয় পেল পুলিশের সম্মান

বেলাকোবা: বাড়ির দৈনন্দিন কাজকর্ম করেই দেহসৌষ্ঠব। আর তাতেই নজর কেড়েছে বেলাকোবার বিজয়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ন্যাচারাল বডিবিল্ডিং এবং ফিটনেস প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগীর মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে বিজয় রায়(২৯)। এই প্রতিযোগিতায় অ্যান্টি-ডোপিং ব্যবস্থার আওতায় প্রতিযোগীদের অংশ নিতে হয়েছিল।

বেলাকোবা অঞ্চলের কালারবাড়ির বাসিন্দা বিজয় অভাবকে সঙ্গী করেই বডিবিল্ডিংয়ের শখ টেনে চলেছেন। সংসার চালাতে একটি বেসরকারি সংস্থায় শ্রমিক হিসেবে কাজ করেন। অর্থের অভাবে উচ্চমাধ্যমিকের পর আর পড়াশুনা হয়নি। তবে ছোট থেকেই বডিবিল্ডিংয়ের নেশা তাঁর। বাড়ির রোজকার কাজকর্ম করেই দেহ গঠন করেছেন বিজয়। এর সঙ্গে সময় বের করে বেলাকোবায় একটি ফিটনেস সেন্টারে নিয়মিত ব্যায়াম এবং শরীর চর্চা করছে বিজয়। এবারে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ন্যাচারাল বডিবিল্ডিং এবং ফিটনেস প্রতিযোগিতায় নজর কেড়েছে বেলাকোবার যুবক।

বিজয় জানাল, তাঁরা সাত ভাই। বাড়িতে বৃদ্ধ মা বাবা রয়েছেন। ছোট থেকেই তাঁর বডিবিল্ডিংয়ে ঝোঁক। কিন্তু শরীর বানাতে প্রচুর অর্থবল দরকার। বাড়ির কাজ করে, মাঠের কাজ সেরে একটি বেসরকারি সংস্থায় কাজ করছে। কাজের ফাঁকে একটি জিমে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে বিজয়। বর্তমানে রানিনগরে একটি জিম সেন্টারে প্রশিক্ষক হিসেবে কাজ করছে। কদিন আগে পূর্ব বর্ধমানে পুলিশের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় নজর কেড়েছে বিজয়। সেখানে ক্লাসিক বডিবিল্ডিং এবং ন্যাচারাল বডিবিল্ডিং ইভেন্টে অংশ নিয়ে প্রথম সারিতে উঠে আসতে পেরেছে। তাঁর সাফল্যে খুশি তাঁর সহযোগী এবং পরিবারের লোকজন।

About The Author