জল্পেশ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু পুলিশ আধিকারিকের

জলপাইগুড়ি: জল্পেশ মন্দিরে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ অফিসারের। সোমবার দুপুরে ট্রাকের সঙ্গে বিধুবাবুর গাড়ির মারাত্মক সংঘর্ষ ঘটে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকেরা। রাজগঞ্জ থানার অধীনস্ত বেলাকোবা পুলিশ ফাঁড়িতে ASI পদে কর্মরত ছিলেন প্রয়াত আধিকারিক। তার নাম বিধুভূষণ রায়।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ জলপাইগুড়ি শহর লাগোয়া রানীনগরে একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে বিধুভূষণের গাড়ি। এই ঘটনায় মারাত্মক জখম হন ওই আধিকারিক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত এএসআই-য়ের বসতবাড়ি শিলিগুড়ি সংলগ্ন এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া পুলিশ মহলে।

সহকর্মীদের মাধ্যমে জানা যায়, সোমবার জল্পেশ মন্দিরে শ্রাবন মাসের বিশেষ উৎসবে ডিউটি করতে একটি ছোটো চার চাকার গাড়ি নিয়ে রওনা হন। ফেরার পথে জলপাইগুড়ি শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রানীনগরের কাছে জাতীয় সড়কে একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। মারাত্মক ভাবে জখম হন এই পুলিশ অফিসার। পরবর্তীতে জলপাইগুড়ির হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

About The Author