Belakoba: ফাস্টফুডের স্টলে বেপরোয়া গাড়ির ধাক্কা

বেলাকোবা বাজারে বেপরোয়া গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত একটি ফাস্টফুডের স্টল। ওই গাড়ির অসাবধানতায় বেলাকোবায় পরপর দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

সোমবার রাত সাড়ে নটা নাগাদ রেললাইন পার করে স্টল ঠেলে বাড়ি ফিরছিলেন সুভাষ সরকার। বেলাকোবা পোস্ট অফিসের সামনে ওই ফাস্টফুডের স্টলে ধাক্কা মারে পন্যবাহি গাড়িটি। মুহূর্তের মধ্যে একটি গাড়ি ধাক্কা মেরে এগিয়ে যায়। খবর পেয়ে ঘাতক গাড়িটির পেছনে ধাওয়া করেন এক পুলিশ কর্মী।

ঘাতক গাড়ির পেছনে প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে গাড়িটিকে আটক করা হয়। এরপর চালকসহ ওই গাড়িটিকে রাজগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে ফাস্ট ফুডের ভ‍্যান ক্ষতিগ্রস্ত হওয়ায় ফাস্টফুড ভ্যানের মালিক সুভাষ সরকারের মাথায় হাত। তিনি বলেন, এই দোকানেই চলে পাচ জনের সংসার। কি করবেন বুঝতে উঠতেপারছেন না। যদিও লিখিত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি (শেষ পাওয়া খবর অনুযায়ী)।

ঘটনাস্থলে গিয়েছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং বেলাকোবা ফাড়ির ওসি বুদ্ধদেব ঘোষ। এক প্রত্যক্ষদর্শী অজয় রায় বলেন, সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ অটো স্ট্যান্ডের সামনে একটি ফাস্ট ফুডের ভ‍্যানকে ধাক্কা মেরে পালিয়ে যায় গাড়িটি। সেটি ফাটাপুকুরের দিকে যাচ্ছিল। গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় ভ‍্যানটি। এদিকে, ঘাতক গাড়িটির পেছনে ধাওয়া করেন রাকেশ মোদক নামের এক পুলিশ কর্মী। প্রায় দুই কিলোমিটার পথ গাড়িটিকে ধাওয়া করে আটক করা হয়। অবশেষে চালকসহ গাড়িটিকে আটক করে রাজগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ।

About The Author