বেলাকোবা শিকারপুর মার্কেটের পরিত্যক্ত অফিসে আচমকা আগুন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রাই। ঘটনার প্রায় আধঘণ্টা পর ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন।
সোমবার দুপুরে আচমকাই মার্কেটের পুরনো অফিসে ধোয়া দেখতে পান স্থানীয়রা। তৎক্ষণাৎ স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলাকোবা ফাঁড়ির পুলিশও। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। পরে অবশ্য জলপাইগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে পুরোপুরি আগুন নেভায়। রাজগঞ্জ ও বেলাকোবার পার্শ্ববর্তী এলাকায় দ্রুত একটি দমকল অফিস স্থাপনের দাবি জানান স্থানীয়রা।
এবিষয়ে শিকারপুর অঞ্চলের পঞ্চায়েত সদস্য নারায়ণ বসাক জানান, কি করে আগুন লাগলো তা বলা যাচ্ছে না। এই অফিস অনেকদিন থেকেই বন্ধ রয়েছে। হয়ত বাইরের কেউ এখানে এসেছিল। বিড়ি সিগারেটের আগুন থেকে এই কাণ্ড হতে পারে।