China Flood: বন্যাবিধ্বস্ত বেজিংয়ে মৃত ৩৮, ঘরছাড়া ৮০ হাজার! জরুরি অবস্থা জারি

বেজিং: গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বন্যাবিধ্বস্ত হয়েছে চিনের রাজধানী বেজিং। বিগত কয়েক দশকের মধ্যে এত ভয়াবহ পরিস্থিতি আগে দেখা যায়নি বলে প্রশাসনের দাবি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৮ জনের। নিচু এলাকাগুলি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৮০ হাজারেরও বেশি মানুষকে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ুন এবং ইয়াংকিং জেলা। বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেজিং লাগোয়া ১৩০টিরও বেশি গ্রামে। বহু দোকান, ঘরবাড়ি ও সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার অবস্থাও উদ্বেগজনক—মেরামতির পর কিছু পথ সচল হলেও এখনও ১৬টি রাস্তা ব্যবহারযোগ্য নয়।

বেজিংয়ে বুধবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বৃষ্টির পরিমাণ ১৬৫.৯ মিলিমিটার। শুধু মিয়ুন জেলার দুটি অঞ্চলে ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। চিনের আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে ৯৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

সাংঘাতিক এই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে চিন সরকার। প্রেসিডেন্ট শি জিনপিং প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ৫৫০ মিলিয়ন ইউয়ান তহবিল বরাদ্দ করা হয়েছে। প্রশাসন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে টানা যোগাযোগ রেখে কাজ চালাচ্ছে।

About The Author