‘গো-মাংস বোঝাই’ গাড়িতে আগুন! চালককেও মারধর বজরং দলের

শিলিগুড়ি: গোমাংস বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ! স্থানীয়দের নিয়ে গাড়িতে আগুন দিল বজরং দলের সদস্যরা! চালক এবং গাড়ির ভেতরে থাকা আরেক মহিলাকে মারধরের অভিযোগ। তুমুল হইচই শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায়।

শুক্রবার সকালে, নকশালবাড়ির দিক থেকে মাংস বোঝাই গাড়িটি আসছিল। অভিযোগ, বজরং দলের সদস্যরা স্থানীয়দের কয়েকজনকে নিয়ে প্রথমে গাড়িটি থামায়, তারপর ভেতরে থাকা এক পুরুষ ও এক মহিলাকে মারধর করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং ক্ষিপ্ত জনতা গাড়িটিকে আগুন ধরিয়ে দেয়।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন, তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সাম্প্রদায়িক উত্তেজনার সম্ভাবনা ঘিরে বর্তমান সমাজ কতটা অসহিষ্ণু হয়ে উঠছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নজরদারি বাড়ানো হয়েছে।

About The Author