বিডিও প্রশান্ত বর্মণের ছবি লাগিয়ে ভুয়ো নিয়োগের প্রচার! আইনি পদক্ষেপ

রাজগঞ্জ: রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের ছবি লাগিয়ে সামাজিক মাধ্যমে ভুয়ো নিয়োগের প্রচারের অভিযোগ। বিডিও অফিসে পরীক্ষা ছাড়াই চাকরি হচ্ছে, এমন ‘ভুল তথ্যে’র ওপর ভিত্তি করে সক্রিয় হল একটি জালিয়াতি চক্র। এলাকার প্রধান-উপপ্রধানদের ভুয়ো পরিচয় বলে ফোন করে চাওয়া হল টাকা এবং নথি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের প্রশাসনিক মহলে। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন বিডিও।

ফেসবুকে একটি নিয়োগের প্রচার করা হয় ২৬ জানুয়ারি। সেখানে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের ছবি লাগিয়ে দাবি করা হয়, পরীক্ষা ছাড়াই রাজ্যে বিডিও অফিসে চাকরির আবেদন করা যাচ্ছে। এবার সেই প্রচারের স্ক্রিনশট নিয়ে একটি অজ্ঞাত পরিচয় নম্বর থেকে রাজগঞ্জ এলাকার প্রধানদের থেকে নথি এবং টাকা চাওয়া হল। প্রশাসনিক সূত্রে খবর, জয়েন বিডিও পরিচয় দিয়ে রাজগঞ্জের বেশ কয়েকজন প্রধানের থেকে টাকা চাওয়া হয়।

বিষয়টি সামনে আসতেই এমন জালিয়াতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ। তিনি বলেন, যারা এমন কাজ করছেন তাঁদের বিরুদ্ধে সর্ব‌োচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। জনসংযোগের মুহূর্তের ছবি অন্য কাজে ব্যবহার করে ভুল বার্তা দেওয়া হচ্ছে সমাজমাধ্যমে।

বিডিওর ছবি লাগিয়ে ভুয়ো নিয়োগের প্রচার, সেই ভুল তথ্যের ওপর ভিত্তি করে সক্রিয় হল একটি জালিয়াতি চক্র। এলাকার প্রধান-উপপ্রধানদের ভুয়ো পরিচয় বলে ফোন করে চাওয়া হল টাকা এবং নথি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের প্রশাসনিক মহলে।

About The Author