আরএনএফ স্পোর্টস ডেস্ক: আইপিএলের টাইটেল স্পনসরের নাম ঘোষণা করে দিল বিসিসিআই। চিনা কোম্পানি ভিভো এবারের জন্য টুর্নামেন্টের স্পনসরশিপ থেকে সরে দাঁড়ানোয় ড্রিম ইলেভেন নামক অনলাইন গেমিং কোম্পানিকে বেছে নেওয়া হল এবছরের মূল স্পনসর হিসেবে।
বিসিসিআই আগেই জানিয়েছিল তাঁরা ১৮ আগস্ট আইপিএলের টাইটেল স্পনসরের নাম ঘোষণা করবে। মঙ্গলবার ড্রিম ইলেভেনের (Dream 11) নাম মূল স্পনসর হিসেবে ঘোষণা করা হল। অর্থাৎ সংযুক্ত আবর আমিরশাহীতে হতে চলা এবারের আইপিএলের নতুন নাম হবে ড্রিম ইলেভেন আইপিএল।
জানা গিয়েছে, অর্থের জোরেই স্পনসরশিপের বরাত জিতে নিল ড্রিম ইলেভেন। সূত্রের খবর, আনঅ্যাকাডেমির দর ছিল ২১০ কোটি টাকা। টাটা সন্স দিয়েছিল ১৮০ কোটি টাকা ও বাইজু দর দিয়েছিল ১২৫ কোটি টাকা। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে ছাপিয়ে ২২২ কোটি টাকার দর হেকে বিড জিতে নিল ড্রিম ইলেভেন।