বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল পুন্যার্থীদের ভিড়ে, দু’জনের মৃত্যু, পদপিষ্টে আহত ৩৫

বারাবঙ্কী: শ্রাবণ মাসের পুণ্য সোমবারে ভয়াবহ দুর্ঘটনা হায়দরগড়ের ঔশানেশ্বর মহাদেব মন্দির। সোমবার ভোর ৩টা নাগাদ পুজো চলাকালীন আচমকা একটি বাঁদরের লাফে বিদ্যুতের তার ছিঁড়ে মন্দিরের টিনশেড ছাউনিতে পড়ে যায়। মন্দির চত্বরে কারেন্ট ছড়িয়ে পড়লে অন্তত দুই পুণ্যার্থী প্রাণ হারান এবং অন্তত ৩৫ জন হুড়োহুড়িতে আহত হন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ভোর ৩টে নাগাদ জলাভিষেকের সময় ঘটে এই বিপর্যয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে ভিড়ের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি, দৌড়াদৌড়ি। তৈরি হয় পদপিষ্টের মতো পরিস্থিতি। তড়িতাহতদের স্থানীয় ত্রিবেদীগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়, সেখানেই ২২ বছরের প্রশান্ত এবং এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়। প্রশান্ত ছিলেন মুবারকপুর গ্রামের বাসিন্দা।

জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠী জানান, পরিস্থিতি সামাল দিতে সমস্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার গভীর দুঃখপ্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ও আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, এর মাত্র একদিন আগেই হরিদ্বারের মনসা দেবী মন্দিরেও পদপিষ্ট হয়ে মৃত্যু হয় আট জনের।

About The Author