বাপ্পি লাহিড়িও চলে গেলেন, সঙ্গীত জগতে একের পর এক নক্ষত্রপতন!

সুরলোকে একের পর এক নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেলেন বাপ্পি লাহিড়িও। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

হাসপাতাল সূত্রে খবর, বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবারই বাড়ি ফিরেছিলেন। কিন্তু মঙ্গলবার আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেই হাসপাতালেই রাতে তাঁর মৃত্যু হয়।

গত বছর এপ্রিল মাসে তাঁর করোনা ধরা পড়ে। সেই সময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন। মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি।

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি লাহিড়ি। তিনি ছিলেন গায়ক এবং সুরকার। দীর্ঘ দিন বাংলা ও হিন্দি ছবির জন্য গান গেয়েছেন। পেয়েছেন একাধিক পুরস্কার এবং সম্মানও।

About The Author