Siliguri: পথ শিশুদের দিয়ে নিজের জন্মদিনের কেক কাটালেন পুলিশকর্মী

শিলিগুড়ি: পথ শিশুদের নিয়ে নিজের বিয়াল্লিশতম জন্মদিন উদযাপন করলেন এক পুলিশকর্মী তথা সমাজসেবী। পথ চলতি লোকেরাও অবাক হয়ে দেখলেন সেই দৃশ্য। এভাবেও নিজের জন্মদিন উদযাপন করা যায়! বুধবার এমনই ঘটনার সাক্ষী থাকলো নিউ জলপাইগুড়ি স্টেশন। প্ল্যাটফর্মের আশেপাশে দিনরাত যে বাচ্চাগুলো এটা সেটা কুড়িয়ে বেড়ায় তাদের সঙ্গেই নিজের জন্মদিনের কেক কাটলেন শিলিগুড়ি বিধাননগরের সমাজসেবী তথা পুলিশ কর্মী বাপন দাস।

বছরের বেশিরভাগ সময়টাই কাজের পাশাপাশি সমাজসেবা করেই কাটান এই পুলিশকর্মী। নিজের জন্মদিনের বিশেষ দিনটিতেও তার অন্যথা হল না। বুধবার শিলিগুড়ি শহর লাগোয়া নিউ জলপাইগুড়ি স্টেশনে বস্তির বাচ্চারা বিশেষ করে যারা দিনরাত প্লাটফর্মে থেকে এটা সেটা কুড়িয়ে বেড়ায় সেই তাদের সঙ্গেই নিজের জন্মদিনের কেক কেটে এবং প্রত্যেকের হাতে হাতে চকোলেট, বিস্কুট, পানীয় ইত্যাদি নানান জিনিস দিয়ে জন্মদিন উদযাপন করলেন বাপনবাবু। তাঁর কথায়, ‘মানুষ মানুষের জন্য।’

About The Author