SIR: ‘চাপ নিতে পারছি না, বিদায়’, নোট লিখে আ/ত্ম/ঘা/তী বাঁকুড়ার বিএলও

রানিবাঁধ: ‘আর চাপ নিতে পারছি না, বিদায়’, এসআইআরের কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন বিএলও হারাধন মণ্ডল। সুইসাইড নোটে লিখলেন, “আর চাপ নিতে পারছি না, বিদায়।”

বাঁকুড়ার রানিবাঁধে ফের চাঞ্চল্যকর ঘটনা। বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন এক বুথ স্তরের আধিকারিক (বিএলও)। রবিবার সকালে রাজাকাটা এলাকার ২০৬ নম্বর বুথে দায়িত্বে থাকা হারাধন মণ্ডলের দেহ তাঁর ঘর থেকে উদ্ধার হয়। পাশে পড়ে ছিল একটি সুইসাইড নোট, যেখানে তিনি লিখেছেন, “আমি আর চাপ নিতে পারছি না। বিদায়।”

নোটে তিনি আরও উল্লেখ করেছেন, “এই বিএলও কাজের জন্য আমিই দায়ী। এর সঙ্গে কারও যোগাযোগ নেই। ভুল আমার।” নিজের ছেলের প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ছেলেকে কোনও কাজ করতে দেননি, সব দায়িত্ব নিজেই নিয়েছেন। শেষ লাইনে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের কাজ শেষ হওয়ার পর শুরু হয়েছিল SIR-এর দ্বিতীয় পর্ব। ‘নো ম্যাপিং’ ভোটারদের নোটিস পাঠানো ও শুনানির কাজ চলছিল। সেই চাপেই হারাধন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি।

এই ঘটনার পর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের অপরিকল্পিত কাজের জন্যই একের পর এক বিএলও মৃত্যুর ঘটনা ঘটছে। ইতিমধ্যেই রাজ্যে পাঁচজন বিএলও-র মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

About The Author