‘ওপার থেকে পাঁচ জন এসে মামাকে তুলে নিয়ে গেল…’, শীতলকুচি সীমান্তে ফের ভারতীয় চাষী অপহৃত

কোচবিহার: শীতলকুচি সীমান্তে ফের অশান্তি। কোচবিহারের গোলেনাওহাটি পঞ্চায়েতের মিরাপাড়া এলাকায় ধান খেতে কাজ করার সময় বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত হলেন ভারতীয় কৃষক কৃষ্ণকান্ত বর্মন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গবাদি পশু ধান খেত নষ্ট করায় প্রতিবাদ করতে গিয়েই এই অপহরণের ঘটনা ঘটে।

চোখের সামনে অপহরণ দেখে আতঙ্কিত হয়ে পড়েন মাঠে থাকা অন্যান্য কৃষকরা। তাঁরা দ্রুত সীমান্তের এপারে ফিরে আসেন। ঘটনার সময় বিএসএফ-এর ডিউটি পরিবর্তন হচ্ছিল বলে দাবি করেছেন অপহৃত কৃষকের আত্মীয় সূর্যদয় বর্মন।

শীতলকুচি থানার পুলিশ ও বিএসএফের ১৫৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছেছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত কৃষককে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। উল্লেখযোগ্য, এর আগে এপ্রিল মাসেও একই ধরনের ঘটনা ঘটেছিল, যখন উকিল বর্মন নামে এক কৃষককে তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশি দুষ্কৃতীরা।

সন্ধ্যার পর পাওয়া শেষ আপডেট অনুযায়ী, ভারতীয় কৃষক কৃষ্ণকান্ত বর্মনকে ঘরে ফেরাতে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বাড়ি ফিরবেন তিনি।
  • শীতলকুচিতে ফের ভারতীয় কৃষক অপহরণ, বিএসএফের নজরদারিতে প্রশ্ন
  • “শীতলকুচি সীমান্তে ফের অপহরণ! ধান খেতে কাজ করার সময় বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে তুলে নেওয়া হল কৃষক কৃষ্ণকান্ত বর্মন। বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

About The Author