শিলিগুড়িঃ বোল্ডার বোঝাই গাড়ির নিচে লুকিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের হাতে ধৃত বাংলাদেশি যুবক।
শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়লেন রিপন রায় নামে এক বাংলাদেশি যুবক।
প্রতিদিনের মতো ভূটান থেকে বোল্ডার বোঝাই ট্রাক ভারত হয়ে বাংলাদেশে যায় এবং বোল্ডার খালি করে পুনরায় ভারতে ফিরে আসে।
মঙ্গলবার, ফেরার পথে সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ ওই ট্রাকটি পরীক্ষা করার সময় গাড়ির নিচে একটি গোপন স্থানে বসে থাকা এক ব্যক্তিকে দেখতে পান।
তৎক্ষণাৎ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।
ধৃতের নাম রিপন রায়। বিএসএফ সূত্রে খবর, তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং অনুপ্রবেশের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।