বাংলাদেশ কখনও ভারতকে আক্রমণ করতে যাবে নাঃ অসমের মুখ্যমন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের দাবি, ‘ভারতকে আক্রমণের দুঃসাহস করবে না বাংলাদেশ। ভারতকে আক্রমণ করার আগে বাংলাদেশকে চোদ্দবার পুনর্জন্ম নিতে হবে।’

সম্প্রতি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বাংলাদেশকে তার নিজস্ব চিকেন’স নেক সম্পর্কে সাবধান থাকার ইঙ্গিত দিলেন। বললেন, তাদের একটি নয়, দুটি চিকেন্স নেক রয়েছে। যদি বাংলাদেশ, ‘ভারতের চিকেন্স নেকের দিকে নজর দেয় বা দখলের চেষ্টা করে, তাহলে তাদের মনে রাখতে হবে, যে তাদের দুটো চিকেন্স নেক আছে, যা আমরা দখল করে নিতে পারি অনায়াসেই।’

গত বুধবার এক সাংবাদিক সম্মেলনে নানা ব্যাপারে কথা বলতে গিয়ে হিমন্ত ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন’স নেক, যা শিলিগুড়ি করিডোর নামেও পরিচিত, তার প্রতি ঢাকার ক্রমবর্ধমান আগ্রাসি মনোভাব নিয়ে বাংলাদেশকে সতর্ক করে দেন। তাঁর কথায়, আমাদের একটি চিকেন’স নেক আছে। কিন্তু বাংলাদেশের দুটি চিকেন্স‌ নেক আছে। ‘যদি বাংলাদেশ আমাদের গলায় আক্রমণ করে, তাহলে আমরা বাংলাদেশের দুটি গলাই চেপে ধরব।’

সেই সঙ্গে বিজেপি নেতা বাংলাদেশকে ভারতের সামরিক শক্তির কথাও মনে করিয়ে দেন। বিশেষ করে অপারেশন সিন্দুরের পরে, যেখানে ভারত, পাকিস্তানের মধ্যে সন্ত্রাসী শিবির ধ্বংস করে এবং তার ১১টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে। ভারতকে আক্রমণ করার আগে ‘বাংলাদেশকে ১৪ বার পুনর্জন্ম নিতে হবে।’ অসমের মুখ্যমন্ত্রীর এমন বয়ান হইচই ফেলে দিয়েছে। সম্প্রতি ঢাকা নয়াদিল্লির চিকেন’স নেক করিডোর নিয়ে চাপা উত্তেজনা চলছে। কারণ ইতিমধ্যেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্যের প্রবেশ বন্ধ করেছে ভারত।

About The Author