ঢাকার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ১৫ জন যাত্রী।
সোমবার বিকেল ৪টা নাগাদ ঢাকা থেকে ৬০ কিমি দূরে ভৈরবে ঘটনাটি ঘটে। একটি মালবাহী ট্রেন বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ট্রেনকে মুখোমুখি ধাক্কা মারে। সংঘর্ষের ফলে দুটি যাত্রীবাহী গাড়ি লাইনচ্যুত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
About The Author
RNF News is an independent media platform based in Jalpaiguri, West Bengal. Established on June 1, 2016, the firm is committed to delivering accurate, unbiased, and community-rooted journalism. Specializing in digital media services and creative reporting, RNF News serves as a voice for local stories, public interest issues, and cultural narratives often overlooked by mainstream outlets.