বিশ্বকাপ বয়কট করলে নির্বাসন ও জরিমানার মুখে পড়বে বাংলাদেশ? আইসিসির কড়া বার্তা

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশকে নির্বাসন ও বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে বলে জানিয়েছে আইসিসি। নিরাপত্তা উদ্বেগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সংস্থাটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা ইস্যুতে ভারত সফরে অনীহা প্রকাশ করেছে বিসিবি। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও অবস্থাতেই কেন্দ্র বদল হবে না। অর্থাৎ বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে খেলতে হবে।

আইসিসি সূত্রে জানা গেছে, যদি বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেয়, তবে তাদের নির্বাসনে পাঠানো হবে। নির্বাসনের মেয়াদ ঠিক হবে আইসিসির বোর্ড বৈঠকে। শুধু তাই নয়, আর্থিক ক্ষতির মুখেও পড়তে হবে বিসিবিকে। নিয়ম অনুযায়ী, আইসিসির থেকে যে অংশ প্রাপ্য থাকে, তার দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে হতে পারে বাংলাদেশকে। অর্থাৎ বিশ্বকাপ বয়কট করলে বিসিবিকে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।

এদিকে আইসিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ যে নিরাপত্তা উদ্বেগের কথা বলছে, তার কোনও “বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি” নেই। স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যু-স্তরের পরিকল্পনা এবং আয়োজক দেশের আশ্বাসের ভিত্তিতে আইসিসি বলেছে, ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। আইসিসি আরও অভিযোগ করেছে, বিসিবি তাদের অংশগ্রহণকে একটি “অপ্রাসঙ্গিক ঘটনার” সঙ্গে যুক্ত করছে, যা টুর্নামেন্টের নিরাপত্তা কাঠামোর সঙ্গে সম্পর্কিত নয়।

About The Author