নয়াদিল্লি: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ভারত। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রন্ধির জয়সওয়াল জানান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী প্রফেসর মোহাম্মদ ইউনুসের শাসনকালে এপর্যন্ত ২,৯০০-রও বেশি সহিংস ঘটনার নথি পাওয়া গেছে।
তিনি বলেন, “বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের উপর উগ্রপন্থীদের হামলা অব্যাহত রয়েছে। এই ঘটনাগুলোকে রাজনৈতিক সহিংসতা বা মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যাবে না।” জয়সওয়াল বিশেষভাবে উল্লেখ করেন ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড এবং রাজবাড়ীতে অমৃত মণ্ডলের গণপিটুনির ঘটনা।
ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা করা ঢাকার দায়িত্ব। পাশাপাশি, ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে বলে ভারতের অবস্থান স্পষ্ট করেছে।
এই ঘটনার জেরে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ঢাকায় ভারতের মিশন ও ভিসা কেন্দ্রের বাইরে বিক্ষোভ হয়েছে। বাংলাদেশ সরকার ভারতের হস্তক্ষেপের অভিযোগ তুললেও জয়সওয়াল বলেন, “আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি এবং মুক্ত, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।”

