দীপু দাসের পর এবার অমৃত মণ্ডল! বাংলাদেশে ফের গণপিটুনিতে নিহত হলেন এক হিন্দু যুবক। রাজবাড়ী জেলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে, এক সপ্তাহে দ্বিতীয় হিন্দু যুবক নিহত হওয়ায় ফের ক্ষোভ বাড়ছে।
বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস হামলার ঘটনা ঘটল। বুধবার গভীর রাতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হোসেনডাঙ্গা ওল্ড মার্কেটে উত্তেজিত জনতা ২৯ বছরের অমৃত মণ্ডল ওরফে সম্রাটকে পিটিয়ে হত্যা করে। স্থানীয়দের অভিযোগ ছিল, তিনি চাঁদাবাজি করছিলেন। সেই অভিযোগকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং গণপিটুনির ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাত ১১টার সময় হামলা হয় এবং কিছুক্ষণের মধ্যেই অমৃত মণ্ডলকে মৃত ঘোষণা করা হয়। তিনি স্থানীয়ভাবে ‘সম্রাট বাহিনী’ নামে পরিচিত একটি দলের নেতা ছিলেন। নিহত যুবকের বাড়ি হোসেনডাঙ্গা গ্রামে।
পাংশা মডেল থানার ওসি শেখ মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অমৃত মণ্ডলের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ছিল। সেই অভিযোগকে কেন্দ্র করেই জনতা উত্তেজিত হয়ে ওঠে।” পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই ঘটনা মাত্র কয়েকদিন আগে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পরে পুড়িয়ে হত্যার ঘটনার পরেই ঘটল। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় হিন্দু যুবকের মৃত্যুতে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে।

