৫ অগাস্টে ‘গণতন্ত্র ছাত্র-জনতা-পুলিশ হত্যা দিবস’ পালন আ.লীগের, রাতে ভাষণ দেবেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: গত বছরের ৫ অগাস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা।

সেই ঘটনার বর্ষপূর্তিতে আওয়ামী লীগ এবার ‘গণতন্ত্র-ছাত্র-জনতা-পুলিশ হত্যা দিবস’ পালন করতে চলেছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৯.৩০টায় শেখ হাসিনার ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে ফেসবুক পেজে।

আওয়ামী লীগের দাবি, ওই অভ্যুত্থানে তিন হাজারের বেশি পুলিশ কর্মী নিহত হন এবং চারশোর বেশি থানা আক্রান্ত হয়।

শেখ হাসিনা গত এক বছরে নিহত পুলিশ কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেছেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

এই ভাষণের মাধ্যমে দলটি তাদের অবস্থান স্পষ্ট করতে চায় এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা করছে।

অন্যদিকে, এদিন বাংলাদেশে কার্যত জাতীয় ছুটি উদযাপন করবে দেশটির অন্তর্বর্তী সরকার। রাতে বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ইউনূসও ভাষণ দেবেন বলে জানা গেছে।

About The Author