৬৫০ কোটির জরিমানা, ক্রিকেট থেকে নির্বাসনের মুখে বাংলাদেশ!

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রায় ৬৫০ কোটি টাকা জরিমানা দিতে হতে পারে। নির্বাসনের মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট।

টি-২০ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভয়াবহ সংকটে পড়তে চলেছে। নিরাপত্তাজনিত কারণে ভারত সফরে না যাওয়ার ঘোষণা করেছে বিসিবি। কিন্তু আইসিসি স্পষ্ট জানিয়েছে, সূচি বদল সম্ভব নয়। ফলে বিশ্বকাপে লিটন দাসদের দেখা যাবে না।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তে বিসিবির আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়তে পারে। বার্ষিক আয়ের অন্তত ৬০ শতাংশ লোকসান হবে। সম্প্রচার সত্ত্ব, স্পনসরশিপ বাতিল হবে, আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩২৫ কোটি টাকা। এর সঙ্গে যোগ হবে আইসিসির শাস্তি, বাংলাদেশকে নির্বাসনে পাঠানো হবে এবং দ্বিগুণ জরিমানা দিতে হতে পারে। অর্থাৎ প্রায় ৬৫০ কোটি টাকা গুনতে হবে বিসিবিকে।

শাস্তির মেয়াদ ঠিক হবে আইসিসির বোর্ড বৈঠকে। নির্বাসিত হলে কোনও দেশই বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলবে না। ফলে র‍্যাঙ্কিং আরও পিছিয়ে পড়বে এবং আগামী বছর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও হারাতে পারে বাংলাদেশ।

বলাই বাহুল্য, বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। ক্রিকেট মহলে এখন প্রশ্ন, এই সংকট থেকে কীভাবে বেরোবে বিসিবি।

About The Author