ময়মনসিংহ: বাংলাদেশে সনাতনী যুবক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের পর মঙ্গলবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার। ময়মনসিংহে নিহতের বাড়িতে গিয়ে তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তার আশ্বাস দেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সামাজিক মাধ্যমে লিখেছেন, “শিক্ষা উপদেষ্টা প্রফেসর সি. আর. আবরার আজ দীপু দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সরকারের সমবেদনা ও সহায়তার আশ্বাস দিয়েছেন।” তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড একটি “নৃশংস অপরাধমূলক ঘটনা” যার কোনও ন্যায্যতা নেই।
আবরার স্পষ্টভাবে জানান, গুজব, অভিযোগ বা বিশ্বাসের পার্থক্য কখনও সহিংসতার কারণ হতে পারে না। তিনি প্রতিশ্রুতি দেন, আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে এবং তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে সকল নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংখ্যালঘুদের উপর হামলা রুখতে সমাজের সকল স্তরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

