ঢাকা: চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন বাংলাদেশের আদালতের। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস-সহ মোট ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে চট্টগ্রামের আদালতে।
উল্লেখযোগ্য বিষয় হলো, চিন্ময় কৃষ্ণ দাস দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকলেও তাঁকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকারের আমলে ইসকনের এই নেতাকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর মুক্তির দাবিতে বাংলাদেশে একাধিক আন্দোলন হয়েছিল।
অভিযোগ, সেই আন্দোলনের সময় আইনজীবী খুন হন। যদিও চিন্ময় কৃষ্ণ তখনই কারাগারে ছিলেন, তবুও তাঁর নাম অভিযুক্তদের তালিকায় রাখা হয়েছে। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে, তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন বাংলাদেশ ছাড়িয়ে পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়ে।
মানবাধিকার কর্মীরা বলছেন, একজন বন্দীকে বাইরে ঘটে যাওয়া অপরাধে অভিযুক্ত করা বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে। স্বভাবতই, এই মামলাকে কেন্দ্র করে বাংলাদেশে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

