টি-২০ বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ক্রিকেটে তৈরি হল বড়সড় নাটকীয়তা। বৃহস্পতিবার বৈঠকের পর বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট জানিয়ে দিলেন—ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে এই সিদ্ধান্ত বদলানোর কোনও সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরই ‘বেঙ্গল টাইগার্স’ ভারত সফরে অনীহা প্রকাশ করে। বিসিবি আইসিসিকে অনুরোধ করেছিল, তাঁদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হোক। কিন্তু আইসিসি সেই আবেদনে সায় দেয়নি। এমনকি গ্রুপ বদলের প্রস্তাবও খারিজ করে দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা স্পষ্ট জানিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিসিবি ও সরকারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়—বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না। বৈঠক শেষে আসিফ নজরুল বলেন, আইসিসি সুবিচার করেনি। ভেন্যু বদলের অনুরোধ না-রাখায় তাঁরা হতাশ। তবে সরকারি তরফে সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও আইসিসির কাছে সুবিচারের আশা রাখছেন তিনি। এখন প্রশ্ন—বাংলাদেশের এই বয়কটের পর আইসিসি কী পদক্ষেপ নেয়।

