Asia cup: ভারতকে ৬ রানে হারাল বাংলাদেশ

টানটান লড়াই শেষে বাংলাদেশের কাছে হার স্বীকার করে নিল ভারতকে। শুক্রবার এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ ৬ রানে হারিয়ে দেয় রোহিত শর্মাদের।

যদিও এশিয়া কাপের এই খেলার খুব একটা গুরুত্ব ছিল না। ইতিমধ্যেই টুর্নামেন্টের ফাইনালে উঠে গিয়েছে ভারত ও শ্রীলংকা। সামনের রবিবার দুই দল মুখোমুখি হচ্ছে।

এদিন টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য ২৬৬ রানের টার্গেট রাখে বাংলাদেশ। ৮ উইকেটে তারা ২৬৫ রান করে।

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ৮৫ বলে ৮০ রান করেছেন। এরমধ্যে তিনি চারটে বাউন্ডারি তিনটে ছয় মেরেছেন। এছাড়া তৌহিদ হৃদয় ৫৪ রানের বড় ইনিংস খেলেন। হৃদয় মোট ৮১ বল খেলে পাঁচটি বাউন্ডারি এবং দুটো ছয় সহ ৮১ রান করেন।

এছাড়াও বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নাসুম আহমেদ ৪৪ এবং মেহদি হাসান ২৯ রানে অপরাজিত থেকে যান। ভারতের হয়ে মহম্মদ সামি দুটো এবং শার্দূল ঠাকুর তিনটে উইকেট নিয়েছেন। এদিন শুভমন গিলের ১৩৩ বলে ১২১ রানের ইনিংসও বাঁচাতে পারেনি ভারতকে। ম্যাচে তিনি নিজের পঞ্চম শতরানটি করেন ১১৭ বলে।

About The Author