বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৫ রানে হেরে গেল রোহিতেরা। একই সঙ্গে সিরিজও হাতছাড়া হল ভারতের। বাংলাদেশের মাটিতে পর পর দু’টি ওয়ান ডে সিরিজে হেরে গেল ভারত।
বুধবার প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭১ রান করেন লিটন দাসরা। জবাবে ৯ উইকেটে ২৬৬ রান করে খেলা শেষ করতে হল ভারতকে। এদিকে রোহিত শর্মা ২৮ বলে ৫১ রান করেছিলেন। সেই পরিশ্রম ব্যর্থ হল।
ব্যাটিং অর্ডারের নয় নম্বরে ব্যাট করতে নামতে হয় রোহিতকে। তার আগে খেলা চলাকালীন হাতে চোট পেয়েছিলেন ভারতের অধিনায়ক। সেই চোট নিয়েই দলকে জেতানোর মরিয়া চেষ্টা করলেন রোহিত। একাধিক চার, ছক্কাও মেরে ২৮ বলের ইনিংসে ৫১ রান করেন। যদিও তিনি ৫টি ছক্কা মেরেছিলেন তারপরও শেষ বলে ৬ রান দরকার ছিল, যেটা তার পক্ষে তোলা সম্ভব হল না।
ম্যাচের শুরুতে নেমে কোহলি ৫ এবং ধাওয়ান ৮ রান করেন। আইয়ের ১০২ বলে করলেন ৮২ রান। অক্ষর ৫৬ বলে ৫৬ রান করেন। এরপর মাত্র ৭ রান করেই আউট হন শার্দুল ঠাকুর। দীপক চাহার করেন মাত্র ১১ রান।
এদিকে, প্রথমে ব্যাট করতে নেমে মেহেদির দাপটে ২৭১ রান করে বাংলাদেশ। মেহেদি একাই ৮৩ বলে ১০০ রান করেন। অন্যদিকে, বাংলাদেশের সফলতম বোলার এবাদত হোসেন ৪৫ রান দিয়ে ৩ উইকেট নিলেন। শাকিব আল হাসান ২ উইকেট নিলেন ৩৯ রান দিয়ে। ব্যাটের পর বল হাতেও ভারতকে চাপে রাখলেন মেহেদি হাসান মিরাজ। তিনি ৪৬ রান দিয়ে ২ উইকেট পেলেন।
বাংলাদেশের মাটিতে পরপর দু’টি ওয়ান ডে সিরিজ হারল ভারত। ০-২ ব্যবধানে পিছিয়ে যাওয়ায় তিন ম্যাচের সিরিজ হাত ছাড়া হল রোহিত শর্মাদের।

