এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৫ ওভারে জয় নিশ্চিত করে টাইগাররা।
শুরুটা ভালো না হলেও সাইফ হাসান (৬১) ও তাওহীদ হৃদয় (৫৮) দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ ওভারে নাটকীয় উত্তেজনার মধ্যেই নাসুম আহমেদের ১ রানে জয় নিশ্চিত হয়।
এর আগে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেন দাসুন শানাকা। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ২০ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হন। ২৪ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিরুদ্ধে।