দোলের রাতে বাংলাদেশে ফের হিন্দু মন্দিরে হামলা, আহত ৩

বাংলাদেশে আবারও সংখ্যালঘুদের ওপর আক্রমণ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতে, ঢাকা শহরের ওয়ারির ২২২ লালমোহন সাহা স্ট্রিটে ইসকন রাধাকান্ত মন্দিরে হামলা চালায় অন্তত শতাধিক জনতা। মন্দিরের জমি দখল নিয়েই সংঘর্ষ বলে অনুমান। মন্দিরে ভাংচুর চালানোর পাশাপাশি মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপরও হামলা হয়েছে বলে খবর। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

ইসকন রাধাকান্ত মন্দিরে এই হামলার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার হয়েছে। করেছে। তাতে দেখা যাচ্ছে মন্দিরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের তরফে বলা হয়েছে, হাজি শফিউল্লাহ নামের এক ব্যক্তির নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। ১৭ মার্চ রাত ৮টার সময় ঢাকার ওয়ারী থানার কাছে হামলাকারীরা জমায়েত করে। তারপর, সেখান থেকে ইসকন মন্দিরে গিয়ে হামলা চালানো হয়। তারা আরও জানিয়েছে, মন্দিরে ভাংচুর করার পাশাপাশি  বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ও অর্থ লুঠ করে নিয়ে গিয়েছে হামলাকারীরা। গত বছরের অক্টোবরেই, দুর্গাপূজা চলাকালীন বাংলাদেশে পূজা মণ্ডপ ও মন্দিরে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছিল। যা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছিল।

About The Author