- ঢাকার উত্তরায় একটি স্কুলে বাংলাদেশ বায়ুসেনার প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ১৯ জনের, আহত শতাধিক। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে সেনা কর্তৃপক্ষ।
বাংলাদেশের উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেঁপে উঠল গোটা এলাকা। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বায়ুসেনার একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে মাইলস্টোন স্কুলের উপর।
দুর্ঘটনার সময় স্কুলে ছাত্রছাত্রীরা উপস্থিত থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৬ জন পড়ুয়া। শতাধিক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও, এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বায়ুসেনা কর্তৃপক্ষ।