Bangladesh: স্কুলের উপর ভেঙে পড়ল যুদ্ধবিমান, শিক্ষক-পড়ুয়া সহ মৃত ১৯

ঢাকা: এক লহমায় চলে গেল ১৬টা পড়ুয়ার প্রাণ, মারা গেলেন ২ শিক্ষক। স্কুল ভবনে বিমান ভেঙ্গে পড়ে মারাত্মক ঘটনা বাংলাদেশে।

সোমবার দুপুরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেঁপে উঠল ঢাকার মাটি। উত্তরার একটি স্কুলের ওপরে ভেঙ্গে পড়ল সেনার একটি প্রশিক্ষণ বিমান।

খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের—যার মধ্যে রয়েছেন ১৬ জন পড়ুয়া, ২ জন শিক্ষক ও বিমানের পাইলট স্বয়ং। আহত হয়েছেন অন্তত আরও ২০ জন শিক্ষার্থী, যাদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেল, বাংলাদেশ বিমান বাহিনীর একটি চিন-নির্মিত এফ-৭ বিজিআই যুদ্ধবিমান ভেঙে পড়েছে। আকাশে ওড়ার ১২ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের ভবনের সামনে আছড়ে পড়ে। ঘটনার সময় ছুটি হয়ে গিয়েছিল, অনেকেই স্কুল থেকে বেরিয়ে গিয়েছিলেন, তবে কিছু পড়ুয়া তখনও ভবনের ভিতরে উপস্থিত ছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

About The Author