বাংলাদেশের রাজধানী ঢাকায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ শিশুসহ মোট ২৭ জন। সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল, কলেজ ভবনে বিধ্বস্ত হয়।
উড্ডয়নের কিছু সময় পরই ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলাম পাইলটের নিয়ন্ত্রণে থাকা বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। তিনি জনবহুল এলাকা এড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্কুল ভবনের উপরই বিধ্বস্ত হয় বিমানটি। দুর্ঘটনার সময় চলছিল সকালের ক্লাস, ফলে অধিকাংশ হতাহত হয়েছেন স্কুল পড়ুয়া।
প্রথমে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়, কিন্তু রাতের মধ্যে আরও সাতজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অন্তত ১৭১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় ভর্তি। পরিস্থিতি গুরুতর।
বাংলাদেশ সরকার ২২ জুলাই মঙ্গলবারকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে মৃত ও আহতদের জন্য। ভারতের প্রধানমন্ত্রী সহ আন্তর্জাতিক মহল থেকে সহানুভূতি ও সাহায্যের আশ্বাস এসেছে।
বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হলেও, দুর্ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে।