জোটে জিতে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস MLA বাইরন বিশ্বাস

বিধানসভায় কংগ্রেসের খাতা খুলেছিল তাঁর হাত ধরেই। বাম এবং কংগ্রেস জোটের হয়ে সাগরদিঘির ভোটে জিতেছিলেন কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। জয়ের তিন মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি।

সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নিলেন বিধায়ক। বিধানসভায় কংগ্রেসের এক মাত্র বিধায়ক ছিলেন বাইরন। তৃণমূলে যোগ দেওয়ার ফলে সেই আসন কার্যত ব্যর্থ হল কংগ্রেসের জন্য।

বাম কংগ্রেসের জোটে লড়ে ভোটে জিতে মাত্র ৩ মাসের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বাইরন। এরপরই তাঁকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে ফেলেছে বাম-কংগ্রেস। অভিষেক অবশ্য মঞ্চে দাঁড়িয়ে বলেন, ভোটে জেতার পর থেকেই যোগাযোগ রেখেছিল বাইরন। বিজেপির বিরুদ্ধে লড়তে সবাইকে এক হওয়ার বার্তা দিলেন তিনি।



 

About The Author