মুর্শিদাবাদ: বাবরি মসজিদ নির্মাণের জন্য এক দিনেই ১ কোটি টাকার বেশি সংগ্রহ। অনলাইনেই ৯৩ লক্ষ, বাকিটা ট্রাঙ্কভর্তি নগদ। গণনায় ব্যস্ত ৩০ জন।
বাবরি মসজিদ নির্মাণের জন্য মাত্র এক দিনেই সংগৃহীত অর্থের পরিমাণ ছাড়াল এক কোটি টাকা। আয়োজকদের দাবি, অনলাইনেই এসেছে প্রায় ৯৩ লক্ষ টাকা। বাকিটা এসেছে নগদে, যা ১১টি বড় ট্রাঙ্কে ভরে রাখা হয়েছিল। বিপুল পরিমাণ নগদ গণনা করতে বিশেষভাবে নিয়োজিত করা হয়েছে ৩০ জনকে। এমনকি দ্রুত গণনার জন্য আনা হয়েছে নোটগণনার মেশিনও।
অনুষ্ঠানস্থলে উপস্থিত আয়োজকদের মতে, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই বিপুল অর্থসংগ্রহের মূল কারণ। সকাল থেকে রাত পর্যন্ত দান করতে ভিড় লেগেই ছিল। অনলাইন পেমেন্টের পাশাপাশি বহু মানুষ নগদ দান করেছেন, যার ফলে ট্রাঙ্কভর্তি টাকা জমে যায়।
নগদ গণনার কাজ চলছে কড়া নিরাপত্তার মধ্যে। আয়োজকরা জানিয়েছেন, পুরো হিসাব স্বচ্ছভাবে প্রকাশ করা হবে এবং প্রতিটি টাকার ব্যবহার নথিভুক্ত থাকবে। এই বিপুল অর্থসংগ্রহকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতির অন্দরমহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, মানুষের আবেগ ও সমর্থনই এই উদ্যোগকে নতুন মাত্রা দিয়েছে।

