প্রাক দীপাবলিতে ২৬,১৭,২১৫টি প্রদীপ জ্বেলে জোড়া রেকর্ড গড়ল যোগী সরকার

ছোট দীপাবলির সন্ধ্যায় অযোধ্যার সরযূ নদীর তীরে ইতিহাস রচনা করল দীপোৎসব। উত্তর প্রদেশ সরকারের উদ্যোগে আয়োজিত এই আলোর উৎসবে প্রজ্জ্বলিত হল ২৬,১৭,২১৫টি প্রদীপ, যা গড়ল দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড—একটি সর্বাধিক প্রদীপ জ্বালানোর, অপরটি সর্বাধিক সংখ্যক মানুষের আরতিতে অংশগ্রহণের রেকর্ড।

রাম কি পাইদীতে আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যিনি নিজে রাম-সীতা-লক্ষ্মণের আরতি করেন এবং প্রতীকী পুষ্পক রথ টানেন। পাঁচটি দেশের শিল্পীরা পরিবেশন করেন রামলীলা, সঙ্গে ছিল লেজার শো ও ড্রোন শো।

এই দীপোৎসব শুধু সংখ্যার নয়, বরং সনাতন ধর্মের সংগ্রামের প্রতীক হিসেবেও উঠে আসে মুখ্যমন্ত্রীর ভাষণে। তিনি বলেন, “প্রতিটি প্রদীপ আমাদের মনে করিয়ে দেয়—সত্যকে বিচলিত করা যায়, কিন্তু পরাজিত নয়।”

৩৩ হাজার স্বেচ্ছাসেবকের সহায়তায় ৫৬টি ঘাটে প্রদীপ সাজানো হয়। নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আলোর ব্যবস্থায় ছিল জেলা প্রশাসনের তৎপরতা। এই দীপোৎসব উত্তরপ্রদেশের সাংস্কৃতিক পরিচয়কে নতুন উচ্চতায় পৌঁছে দিল, এবং অযোধ্যাকে বিশ্বমঞ্চে তুলে ধরল এক ঐতিহাসিক আলোয়

About The Author