মহাকাশ অভিযান শেষে ঘরে ফিরলেন শুভাংশু, ইতিহাস গড়ল ভারত

হাসিমুখে ঘরেফেরা! ঐতিহাসিক মহাকাশ অভিযান শেষে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন।

১৮ দিনের মহাকাশ অভিযানের শেষে সফলভাবে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় পাইলট গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনিই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পা রাখলেন। এ নিয়ে রাকেশ শর্মার পর মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় হলেন তিনি।

এই মিশনে শুভাংশু ছিলেন Axiom Mission 4-এর অংশ, যা SpaceX এবং NASA-এর যৌথ প্রচেষ্টায় পরিচালিত হয়। ISS-এ তিনি ১৮ দিন ছিলেন এবং এই সময়ের মধ্যে সাতটি ভারত-কেন্দ্রিক গবেষণা পরিচালনা করেন। এর মধ্যে ছিল মেথি ও মুগ ডালের চারা উৎপাদন, স্টেম সেল গবেষণা, মাইক্রো অ্যালগির কার্যকারিতা বিশ্লেষণ ইত্যাদি।

ফেরার সময় Dragon ‘Grace’ ক্যাপসুলে করে শুভাংশু এবং তাঁর তিন বিদেশি সহযাত্রী ক্যালিফোর্নিয়ার উপকূলে নিরাপদে স্প্ল্যাশডাউন করেন। তাঁদের মধ্যে Commander Peggy Whitson (USA), Slawosz Uznanski-Wisniewski (Poland) ও Tibor Kapu (Hungary) ছিলেন।

এই মিশন ভারতীয় মহাকাশ গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বিশেষত দেশের Gaganyaan প্রকল্পকে সামনে রেখে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভাংশুর এই সাফল্যকে “ভারতের বিজ্ঞান সাধনার নতুন অধ্যায়” বলে উল্লেখ করেছেন।

About The Author