তৃণমূল নেতা কৃষ্ণ দাসের ওপর দুষ্কৃতি হামলার অভিযোগ। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলপাইগুড়ির বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা কৃষ্ণ দাস’কে ব্যাপক মারধোর করার অভিযোগ উঠল।
শুক্রবার রাত ১১টা নাগাদ, পাতকাটা অঞ্চলের ডোডালিয়া এলাকায় ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মদের কারবারের প্রতিবাদ করায় দুস্কৃতিরা তার ওপর আক্রমণ চালায়। এই ঘটনার পেছনে বিজেপির উস্কানি রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও এমন দাবি অস্বীকার করে গোষ্ঠীকোন্দলের দিকেই আঙ্গুল দেখিয়েছে বিজেপি। শুক্রবার রাতেই কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কৃষ্ণ দাসের অনুগামীদের পক্ষ থেকে। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

