তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা। রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে ইট ছোড়ার অভিযোগ কুড়মি সম্প্রদায়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে।
সন্ধ্যায় জঙ্গলমহল শালবনি এলাকায় অভিষেকের কনভয় ঢুকতেই প্রথমে অভিষেকের উদ্দেশে ‘চোর চোর’ বলে স্লোগান দেওয়া হয়। তারপর কনভয় রুখে দাঁড়ান বিক্ষোভকারীদের একাংশ। অভিষেকের গাড়ি কোনওক্রমে আন্দোলনস্থল থেকে বেরিয়ে গেলেও বিরবাহা সহ বেশ কয়েকটি গাড়িতে হামলা চালানো হয়। মন্ত্রীর গাড়ির সামনের কাচ ভেঙে গিয়েছে। কুড়মিদের এই হামলার পিছনে সিপিএম ও বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ বিরবাহার।
এদিকে, এই ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘হামলার ঘটনার নিন্দা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে আক্রমণকে দল সমর্থন করে না। আমরা কোনওরকম হিংসাকে সমর্থন করি না। সেটা যার উপরেই হোক না কেন। এর একটা সমাধানের রাস্তা খোঁজা উচিত। রাজ্য সরকারের উচিত কুর্মিদের সঙ্গে আলোচনায় বসা।’