নয়াদিল্লি: ভারতীয় মহাকাশচারী (Astronaut) এবং প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) যাত্রী শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) দিল্লিতে ফিরলেন। আবেগঘন বার্তা দিলেন দেশে ফেরার পথে।
রবিবার ভোরে দিল্লি বিমানবন্দরে তাঁর পা রাখার সঙ্গে সঙ্গে তাঁকে স্বাগত জানান পরিবারের সদস্যরা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh), দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) এবং জাতীয় পতাকা হাতে অসংখ্য সাধারণ মানুষ।
শুভাংশু শুক্লা ছিলেন Axiom-4 মিশনের পাইলট, যা ২৫ জুন Kennedy Space Centre, Florida থেকে উৎক্ষেপণ হয় এবং ২৬ জুন ISS-এ ডক করে। গত এক বছর তিনি NASA, Axiom এবং SpaceX-এর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে ছিলেন।
এই অভিজ্ঞতা ভারতের ভবিষ্যৎ মানব মহাকাশ অভিযানের জন্য অত্যন্ত মূল্যবান, বিশেষ করে Gaganyaan মিশনের জন্য, যা ২০২৭ সালে উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে। ভারত ২০৩৫ সালের মধ্যে Bharatiya Antariksh Station এবং ২০৪০ সালের মধ্যে চন্দ্রাভিযানেও (Moon Mission) যাত্রা করার পরিকল্পনা করছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্বাধীনতা দিবসের ভাষণে শুভাংশুর কথা উল্লেখ করেন এবং তাঁর অভিজ্ঞতা নথিভুক্ত করার অনুরোধ জানান। ২৩ আগস্ট National Space Day-তে শুভাংশু শুক্লা অংশগ্রহণ করবেন এবং সোমবার লোকসভায় তাঁর মিশন নিয়ে বিশেষ আলোচনা হবে বলে সূত্রের খবর।
দেশে ফেরার পথে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে শুভাংশু লেখেন, “এই মিশনের সময় যাঁরা আমার বন্ধু ও পরিবার ছিলেন, তাঁদের ছেড়ে যেতে মন খারাপ লাগছে। আবার নিজের দেশ, নিজের মানুষদের সঙ্গে দেখা হবে—এই ভাবনায় উত্তেজিতও লাগছে। জীবন বোধহয় এভাবেই চলে—সবকিছু একসঙ্গে।”
তিনি আরও লেখেন, “আমার কমান্ডার পেগি হুইটসন (Peggy Whitson) বলেন, ‘The only constant in spaceflight is change’—এই কথাটা জীবনের জন্যও সত্যি।” শেষে Swades ছবির গান Yun Hi Chala Chal থেকে একটি লাইন উদ্ধৃত করে লেখেন, “Yun hi chala chal rahi – jeevan gaadi hai samay pahiya।”