জুবিন গার্গের প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা অসমে

গুয়াহাটি: অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ উত্তর-পূর্ব ভারত। তাঁর স্মৃতিতে ২০-২২ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করল অসম সরকার।

সিঙ্গাপুরে গিয়ে প্রয়াত হলেন জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক জুবিন গার্গ। অসমের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূন্যতা! তাঁর আকস্মিক মৃত্যুতে সমগ্র উত্তর-পূর্ব ভারত শোকস্তব্ধ।

অসম সরকার তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

এই সময় সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান, ভোজসভা বা আনুষ্ঠানিক উদ্‌যাপন আয়োজিত হবে না। তবে স্বাস্থ্য শিবির, ‘নিকষয় মিত্র’ সহায়তা কর্মসূচি এবং বৃক্ষরোপণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানানো হয়েছে।

জুবিন গর্গ শুধু একজন গায়ক ছিলেন না—তিনি ছিলেন অসমের আত্মার কণ্ঠস্বর। তাঁর সৃষ্টিতে মিশে ছিল সমাজ, সংস্কৃতি, প্রতিবাদ ও প্রেমের সুর। তাঁর মৃত্যুতে যে শোকের ছায়া নেমেছে, তা শুধু অসম নয়, গোটা ভারতবর্ষের সংগীতপ্রেমীদের হৃদয়ে গভীরভাবে অনুভূত হচ্ছে।

About The Author