তেজপুর: অসমের জাপারিগুড়ি এলাকায় রবিবার সকালে হঠাৎ করেই হাজির হল পুলিশ ও প্রশাসনের বিশাল বাহিনী। গোটা গ্রাম ঘিরে ফেলে শুরু হয় উচ্ছেদ অভিযান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলার শীর্ষ আধিকারিক, জেলাশাসক সীমান্ত কুমার দাস। তাঁর দাবি, প্রায় ১৭৫ বিঘা জমি দখল করে বসবাস করছিল ৩০৯টি পরিবার। তাদের নাকি শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে।অসমে উচ্ছেদ ৩০৯ ‘বাংলাভাষী মুসলিম’ পরিবার, ১৭৫ বিঘা জমি দখলমুক্ত, দাবি পুলিশের
জেলাশাসক জানান, এই উচ্ছেদ হঠাৎ হয়নি। ১ অগস্টেই দখলদারদের নোটিস দিয়ে জানানো হয়েছিল, ১৫ দিনের মধ্যে জমি ছেড়ে দিতে হবে। প্রশাসনের মতে, বেশিরভাগ পরিবার এলাকা ছেড়ে চলে গেছে, কেউ কেউ নিজের ঘরও ভেঙে দিয়েছে।
এই অভিযানে মোতায়েন করা হয়েছিল প্রায় ৬০০ পুলিশ ও নিরাপত্তারক্ষী। ছিল একাধিক ট্র্যাকটরও। তবে প্রশ্ন উঠছে—এই পরিবারগুলি কারা? প্রশাসনের সূত্র বলছে, তারা বাংলাভাষী মুসলিম। তবে তারা ভারতীয় না বাংলাদেশি, সে বিষয়ে কোনও নিশ্চিত তথ্য নেই।
এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে অসম সংখ্যালঘু ছাত্র পরিষদ (AAMSU)। সংগঠনের সাধারণ সম্পাদক কুদ্দুস আলি সরকার দাবি করেছেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ চালানো অমানবিক। তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যতক্ষণ না ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দেওয়া হচ্ছে, ততক্ষণ উচ্ছেদ বন্ধ রাখা হোক।