‘সুর থেমে গেল’, অসম হারাল তাঁর প্রিয় সন্তানকে: শোকবার্তায় হিমন্ত

গুয়াহাটি: “শব্দ আজি নিজেই নিজত আবদ্ধ”—এই শোক ভাষায় প্রকাশ করা কঠিন, প্রয়াত গায়ক জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে আবেগ ঘন বার্তা লিখেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

জুবিন গর্গের অকাল প্রয়াণে শোকস্তব্ধ অসম তথা গোটা সঙ্গীত মহল। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জুবিনের কণ্ঠস্বর ছিল অসমের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। অহমিয়া, বাংলা ও হিন্দি গানে তাঁর অবদান অনস্বীকার্য। ‘ইয়া আলি’ গান দিয়ে বলিউডে তুমুল জনপ্রিয়তা পান তিনি। মুখ্যমন্ত্রীর শোকবার্তায় উঠে এসেছে জুবিনের সঙ্গীতের প্রভাব, তাঁর মানবিকতা এবং অসমের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক।

About The Author