এশিয়াডেও সোনা জয় নীরজের, একই ইভেন্টে রুপোও জিতল ভারত

বুধবার এশিয়ান গেমসে জ্যাভেলিন থ্রো করে সোনা জিতলেন নীরজ। সেই সঙ্গে রুপো জিতে নজর কাড়লেন কিশোর। একই ইভেন্টে সোনা এবং রুপো জিতল ভারত।

চলতি এশিয়ান গেমসে জ্যাভলিনে ৮৮.৮৮ মিটার বর্শা ছুড়ে সোনা জিতলেন নীরজ চোপড়া। পাশাপাশি ওই একই ইভেন্টে ৮৭.৫৪ মিটার বর্শা ছুড়ে রুপো পেলেন কিশোর।

অলিম্পিক্স, বিশ্বজয়ের পর আবার এশিয়াডে সোনা এল নীরজের হাত ধরেই। এদিন আবার নীরজের প্রথম প্রয়াস ঘিরে বেশ ঝামেলা হয়। প্রযুক্তিগত কারণে সেই প্রয়াসের পরিমাপই করা যায়নি। ফলে নীরজকে আবার ছুড়তে হয়। নিজের চতুর্থ রাউন্ডে সেরা থ্রো করেন তিনি। দুই খেলোয়াড়কেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

About The Author