Asia cup: মাঠকর্মীদের পুরস্কার ৪২ লক্ষ টাকা! ভারত, শ্রীলঙ্কা পেল কত?

এবারের পুরো টুর্নামেন্টজুড়ে বৃষ্টির জন্য খেলা পরিচালনা করতে অসুবিধার মুখে পড়তে হয়েছে আয়জোকদের। পরিস্থিতি স্বাভাবিক করতে দিন রাত খেটেছেন মাঠ কর্মীরা। তাই এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন, রানার আপ দলগুলিকে পুরস্কার দেওয়ার পাশাপাশি মাঠকর্মীদেরও বড় পুরস্কার দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

চ্যাম্পিয়ন হিসেবে ভারতকে পুরস্কার হিসেবে ১ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার দেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। রানার আপ হয়ে শ্রীলঙ্কা পেল ৭৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৩ লক্ষ টাকা। সেই সঙ্গে মাঠকর্মীদের ৫০ হাজার ডলার অর্থাৎ প্রায় ৪২ লক্ষ টাকা পুরস্কার দিল এসিসি।

এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পাকিস্তানে চারটি ম্যাচ হয়। বাকি সব ম্যাচ হয় শ্রীলঙ্কায়। কলম্বোতে প্রায় প্রতি ম্যাচেই বৃষ্টি হয়েছে। ম্যাচের মাঝে বৃষ্টির সময় দেখা গিয়েছে কী ভাবে পুরো মাঠ ঢেকে দিয়েছেন মাঠকর্মীরা।

এসিসি-র প্রধান জয় শাহ বলেন, ‘তাঁদের কথা খুব একটা বলা হয় না। কিন্তু তাঁরাই এখানে আসল নায়ক। তাই এশীয় ক্রিকেট কাউন্সিল এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ঠিক করেছে যে, কলম্বো এবং ক্যান্ডির পিচ প্রস্তুতকারক এবং মাঠকর্মীদের ৫০ হাজার ডলার (প্রায় ৪২ লক্ষ টাকা) দেওয়া হবে।’

 

About The Author