🇵🇰 পাকিস্তান: ১২৭/৯
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে হেলায় হারিয়ে জয় ছিনিয়ে নিল ভারত। সাত উইকেটের এই জয় শুধু স্কোরবোর্ডে নয়, মনস্তত্ত্বেও দাপট দেখাল টিম ইন্ডিয়া।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু সেই সিদ্ধান্তই হয়ে ওঠে আত্মঘাতী। প্রথম বলেই হার্দিক পান্ডিয়া উইকেট তুলে নেন, এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে।
ভারতের স্পিন ত্রয়ী—কুলদীপ যাদব, অক্ষর পটেল ও বরুণ চক্রবর্তী—মিলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ছিন্নভিন্ন করে দেন। কুলদীপ যাদব নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট, যার মধ্যে ছিল হাসান নওয়াজ ও মহম্মদ নওয়াজের পরপর দুই বলে পতন। তাঁর তৃতীয় শিকার ওপেনার শাহিবজাদা ফারহান, যিনি পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন।
বুমরাহ ও অক্ষর পটেল নেন ২টি করে উইকেট, হার্দিক ও বরুণ পান ১টি করে। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস পাকিস্তানকে ১২৭ রানে পৌঁছাতে সাহায্য করে, যা এই উইকেটে প্রতিযোগিতামূলক স্কোর নয়।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল শুরু থেকেই আক্রমণাত্মক। অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রান করে ঝড় তোলেন। সূর্যকুমার যাদব, যাঁর জন্মদিন ছিল এদিন, খেলেন ৪৭ রানের অপরাজিত ইনিংস। ম্যাচ শেষ হয় মাত্র ১৫.৫ ওভারে, ৭ উইকেট হাতে রেখে।
এই জয়ে ভারতীয় শিবিরে উৎসবের আবহ। ম্যাচের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “এক্স ফ্যাক্টর হবেন কুলদীপ”—এদিন তাঁর ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গেল। কুলদীপের ঘূর্ণি, সূর্যর ব্যাটিং—সব মিলিয়ে দুবাইয়ে ‘অপারেশন সিঁদুর’ সফলভাবে সম্পন্ন করল ভারত।