কলকাতা: মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার দায় নিয়ে অরূপ নিজেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। সেই ইস্তফা গ্রহণ করে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব আপাতত নিজের হাতেই নিলেন মমতা।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার দায় নিয়ে অরূপ নিজেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রী তাঁর সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব আপাতত নিজের হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্রের খবর, ১৩ ডিসেম্বর মেসির সফরে যুবভারতীতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। দর্শকরা অভিযোগ করেন, হাজার হাজার টাকা দিয়েও তাঁরা মেসিকে দেখতে পাননি। গ্যালারি থেকে বোতল ছোড়া, ব্যানার ভাঙচুর, এমনকি ব্যারিকেড ভেঙে মাঠে প্রবেশের ঘটনাও ঘটে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। অরূপ বিশ্বাস জানিয়েছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়াদপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজেই সামলাবেন। তবে বিদ্যুৎ দপ্তরের দায়িত্বে অরূপ বহাল থাকছেন। ইতিমধ্যেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারসহ একাধিক আধিকারিককে শোকজ করা হয়েছে এবং কয়েকজনকে বরখাস্তও করা হয়েছে। ফলে মেসিকাণ্ডের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল।

