বিজেপির জয়ী প্রার্থীকে অপহরনের অভিযোগ

বেলাকোবা: বিজেপির জয়ী প্রার্থীকে অপহরণ করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। এমন চাঞ্চল্যকর অভিযোগে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সরক অবরোধ করলেন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিকে ওই প্রার্থী বিজেপি ছেড়ে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের হাত ধরে শাসক শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি। নির্বাচিত বিজেপি পঞ্চায়েত সদস্য ও তার স্বামী সোমবার তৃণমূলে যোগ দেন। চাঞ্চল্যকর ঘটনা জলপাইগুড়ির বেলাকোবা অঞ্চলের।

বোর্ড গঠনের আগেই এবার বিজেপি প্রার্থী, প্রার্থীর পরিবার এবং বুথের সহসভাপতি কে অপহরনের অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রতিবাদে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের রানী নগর এলাকা অবরোধ করলেন বিজেপির কর্মী সমর্থকেরা। অভিযোগ, গতকাল রানীনগর বামনপাড়া বুথের বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য পূর্নিমা রায়, বুথের সহসভাপতি অমর কুমাররায়কে অপহরণ করা হয়েছে।অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।এদিকে অমর কুমার রায়ের দাবি, অনুগামীদের নিয়ে নিজের ইচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তিনি।পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকেরা।

https://youtu.be/_eE9kvVgvZw

About The Author