কলকাতা: ‘একটা গান গেয়ে দিলেই ল্যাটা চুকে যাবে’, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখতে গিয়ে গেয়েছিলেন ‘রং দে তু মোহে গেরুয়া’। আর তারপরই শুরু হয়েছিল বিতর্ক, রাজনৈতিক তরজা।
শেষ অবধি কলকাতা কনসার্ট হল। ইকো পার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায় আয়োজন করা হয় কনসার্টের। ১৮ ফেব্রুয়ারি নির্ধারিত দিনেই কলকাতায় গাইতে এলেন অরিজিৎ। শনিবার সন্ধ্যায় অ্যাকোয়াটিকার মঞ্চে ফের গেয়ে উঠলেন ‘গেরুয়া’ গান। তারপরই বিতর্ক নিয়ে মুখ খুললেন শিল্পী।
মঞ্চে দাঁড়িয়ে অরিজিৎ বললেন, ‘এই গানটা নিয়ে খামোকা বিতর্ক তৈরি হল। গেরুয়া তো সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দও তো গেরুয়া পরতেন। তিনি যদি সাদা পরতেন তাহলে কি এত বিতর্ক হত?’ এদিন কলকাতার কনসার্টে গেরুয়া ছাড়াও একাধিক গান গাইলেন শিল্পী। শো দেখতে হাজির ছিলেন রূপম ইসলাম। মঞ্চ থেকে নেমে দুজনে একসঙ্গে ‘একলা ঘর আমার দেশ ‘ গানটি ডুয়েট গাইলেন।